ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বয়সসীমা বাড়ানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বয়সসীমা বাড়ানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন কর্মসূচিতে সাধারণ ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন টুকু, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুদাব্বির হোসেন খান সাফিন, যুগ্ম সম্পাদক সিবলু মিয়া ও সাইফুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।