ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার উমেদপুর গ্রামের একটি কবরস্থান থেকে আদালতের নির্দেশে দুই মাস পর মৃতদেহ উত্তোলন করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের উপস্থিতিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক মোবারক হোসেন জানান, গত বছরের ১৬ নভেম্বর উমেদপুর গ্রামের রফিক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তার ভাতিজাদের সংঘর্ষ হয়। এতে আহত রফিক মিয়া ৫ দিন পর মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। অাদালত দুই মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর