ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহের বিরুদ্ধে কলেজের এক প্রভাষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান সাগরকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বাড়িতে ডেকে পাঠান। সেখানে গেলে তাকে মারধর করেন শের শাহ।

প্রভাষক মনিরুজ্জামান বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই এ বিরোধ। আমি চেয়ারম্যানের পক্ষে কাজ করি না বলে আমাকে মারধর করা হয়েছে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, পোস্টার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমি তাকে বকা দিয়েছি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।