ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নান্দাইলে সাবেক এমপির গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নান্দাইলে সাবেক এমপির গাড়ি ভাঙচুর

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা এলাকায় সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের কর্মী-সমর্থকরা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাবেক সংসদ সদস্য সালামের কর্মী-সমর্থকরা নান্দাইল উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।



পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ জড়িতদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, হামলার ঘটনা ঘটলেও সাবেক সংসদ সদস্য কিংবা অন্য কেউ আহত হননি। অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় মেরেঙ্গা বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে সমাবেশ ডাকায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নূর আলম বিকেলে ১৪৪ ধারা জারি করেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএএমকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।