ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজাম হাজারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রহিম উল্লাহ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
নিজাম হাজারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রহিম উল্লাহ’র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ করেছেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্লাহ।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে জেলার সোনাগাজী পৌর শহরের তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রহিম উল্লাহ।



তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর নিজাম হাজারীর মতো স্বশস্ত্র সন্ত্রাসীরা উন্নয়নের সে সুনামকে ম্লান করে দিচ্ছে। গত ২ বছর ধরে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডারের ক্ষেত্রে ২০ শতাংশ করে টাকা হাতিয়ে নিচ্ছে নিজাম হাজারী। যার কারণে উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। তাকে চাঁদা না দেওয়ার কারণে ইতিমধ্যে উন্নয়নের প্রায় দুই কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত গেছে। এসব ব্যাপারে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

রহিম উল্লাহ অভিযোগ করেন, নিজাম হাজারীর অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে ২০ জানুয়ারি রাতের আঁধারে তার বাসভবনে বোমা হামলা চালায়। এছাড়া গত ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে তাকে হত্যার উদ্দেশ্যে বহুবার হামলা চালানো হয়েছে।

নিজাম হাজারী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম একরাম হত্যার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফরিদ দরদি প্রমুখ।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ওই হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এদিকে আজ (শনিবার) হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।