মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের দু’টি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ফার্নিচার পুড়ে গেছে।
শনিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ আগুন লাগে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ১১টার দিকে জোড়পুকুরিয়া গ্রামের জমির উদ্দীনের ছেলে আশরাফ উদ্দীন ও তেরাইল গ্রামের ফারুক হোসেনের ফার্নিচারের দোকানে আগুন লাগে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় ফার্নিচার ও কাঠের দোকানের পুরোটাই পুড়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীরা, জানান তিনি।
আগুনের সূত্রপাত বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম