বরিশাল: বরিশালে র্যাব ও ডিবি পুলিশের অভিযানে রোগীর দালাল ও মাদকদ্রব্য বিক্রেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে র্যাব ও ডিবি পুলিশের পক্ষ থেকে পৃথক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন টিমসহ অভিযান চালিয়ে নগরীর রূপাতলী হাউজিংয়ের সামনে থেকে ৩ রোগীর দালালকে আটক করে।
তারা হলেন- রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডের মৃত ফজলু মল্লিকের ছেলে মো. রিপন মল্লিক (৪০), একই ওয়ার্ডের টিয়াখালি এলাকার মৃত সুলতান সিকদারের ছেলে মো. লিটন সিকদার মামুন (৩৮) ও লালা দিঘীর পাড় এলাকার মৃত আফতার গাজীর ছেলে মো. মোসলেম গাজী (৪৫)।
এদিকে শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই মো. মিলন বিশ্বাস টিমসহ নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আমড়াগাছিয়া মানিকখালি এলাকার মো. সোলায়মান ফকিরের ছেলে মো. নাসির ফকিরকে (৪৫) ২৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এছাড়া বিকেলে র্যাব-৮ এর অভিযানে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন আতরখালী এলাকা থেকে ৯৯ পিস ইয়াবাসহ মো. কামাল খান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক কামাল ভান্ডারিয়ার আতরখালী মধ্যপাড়া এলাকার মৃত জয়নাল খানের ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম