ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার (২৪ জানুয়ারি) পুলিশ সদর দফতরে আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, আমরা স্বীকার করি অল্প কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুরো বাহিনীর অনেক বড় বড় অর্জনকে কখনও কখনও ম্লান করে দেবার উপক্রম করে।

তবে, আমরা শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে থাকি। গত ৫ বছরে ৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির আদেশ দেওয়া হয়েছে, যোগ করেন আইজিপি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এনএইচএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।