ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের প্রথম নামাজে জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা সাড়ে ১১টায় সম্পন্ন হবে। আর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেসক্লাবে দুপুর ১২টায়।
রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ। এই মুহূর্তে সেখানে আছেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।
তিনিই ডিআরইউ ও প্রেসক্লাবে জানার সময়সূচি সাংবাদিকদের জানান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীও দুপুর ১২টায় ক্লাবে জানাজা হবে বলে বাংলানিউজকে জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬/আপডেট ১০৫৫ ঘণ্টা
এমএম/এমআইএইচ/এইচএ/
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের