ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের প্রথম নামাজে জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সম্পন্ন হয়েছে। এখন তার মরদেহ নেওয়া হচ্ছে জাতীয় প্রেসক্লাবে।
রোববার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলার এডিটর ইন চিফ ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল, ডিউজের সাবেক সভাপতি আবদুল জলিল ভূইয়া, ডিআরইউর সভাপতি জামালউদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
জানাজার পর আগত সহকর্মী-শুভানুধ্যায়ীরা শেষবারের মতো আলতাফ মাহমুদকে একনজর দেখে নেন। এরপর তাকে শেষশ্রদ্ধা জানান তারা।
এসময় মরহুমের মরদেহে শ্রদ্ধা জানায় ডিআরইউ, ডিআরইউ বহুমুখী সমিতি, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।
প্রেসক্লাবে নেওয়ার পর সেখানে দুপুর ১২টায় হবে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা।
রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬/আপডেট ১১৫০ ঘণ্টা
এমএম/এইচআর/এইচএ/
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের