ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শেষশ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তার প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএম/এইচএ/
** ডিআরইউতে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে প্রেসক্লাবে
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের