ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্ভীক সাংবাদিক ছিলেন আলতাফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
নির্ভীক সাংবাদিক ছিলেন আলতাফ মাহমুদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ একজন নির্ভীক সাংবাদিক ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২৪ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে শিল্পকলা একাডেমিতে ৯ম জাতীয় বিতর্ক উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, নির্ভীক সাংবাদিক ছিলেন আলতাফ মাহমুদ। কারও চোখ রাঙানিতে তিনি ভয় পেতেন না। দেশের জন্য তিনি কাজ করে গেছেন।

ইনু আরও বলেন, আজকের দিনে ১৯৬৯ সালে নিহত হয়েছিলেন আসাদ। যা কারণে মুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু। তরুণদের আলতাফ মাহমুদ, শহীদ আসাদের কথা জানতে হবে। দেশে জন্য কাজ করতে হবে।

বিতর্কের বিষয়ে তিনি বলেন, বিতর্ক কোনো কূটতর্ক নয়। সাম্প্রদায়িক শক্তি মিথ্যাচারের কুয়াশা তৈরি করছে। বিতর্কের মাধ্যমে এই কুয়াশা কাটিয়ে উঠতে হবে। দেশের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতসহ আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।