বাগেরহাট: বাল্যবিয়ে বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের খান জাহান (র.) মাজার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিবিও নামে একটি এনজিওর উদ্যোগে এবং সদর উপজেলার কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় ষাটগম্বুজ মসজিদের খদিব মওলানা হেলাল উদ্দিন, বাগেরহাটের মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, খানজাহানীয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ একে এম কামরুজ্জামান, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু ও ব্র্যাকের জেলা ম্যানেজার পলাশ কান্তি হালদার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন-বাল্যবিয়ে বন্ধে সরকারের পাশাপাশি প্রতিটি পরিবার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে না দেওয়ার আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এএটি/এসআই