ঢাকা: যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে ২৭ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আশিকুল বলেন, সর্বনিম্ন মজুরী ১০ হাজার টাকা নির্ধারণসহ নৌযান শ্রমিকদের পূর্ণাঙ্গ মজুরী কাঠামো ঘোষণা, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা বাতিল, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ ও ঘষিয়াখালী, গাবখান চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
ফেডারেশন সভাপতি শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ আবুল কাসেম, বাহারুল ইসলাম বাহার, খুরশিদ আলম, আফসার হোসেন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এইচআর/এমএ