ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারের বিষপ্রয়োগে ৮ গরু হত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জানুয়ারি ২৬, ২০১৬
সাভারের বিষপ্রয়োগে ৮ গরু হত্যা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সাভার (ঢাকা): পূর্ব শত্রুতার জের ধরে সাভারে বিষপ্রয়োগে খামারের আটটি গরু মেরেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে খামারি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারের ভাকুর্তার মুশুরিখোলা এলাকার নুরুল ইসলামের খামারে এ ঘটনা ঘটে।

খামারির ছেলে মাজাহারুল ইসলাম অভিযোগ করে বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় গরুর খাওয়ানোর পাত্রে থাকা পানিতে বিষ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। সকালে খামারের গরুগুলোকে ওই পানির সঙ্গে খাদ্য মিশিয়ে খাওয়ানো হলে খামারে থাকা নয়টি গরুর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দুপুরের দিকে আটটি গরু মারা যায়।

তিনি আরও বলেন, কিছুদিন আগে এলাকার স্থানীয় লালন নামে এক ব্যক্তির সঙ্গে চুরির একটি বিষয় নিয়ে তার বাবার বাকবিতণ্ডা হয়েছিল। তার জের ধরে এ ঘটনায় ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন মাজাহারুল।

খামারের গরুগুলোর মৃত্যুতে প্রায় ৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

খবর পেয়ে সাভার মডেল থানার ভার্কুতা ফাঁড়ি ইনচার্জ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।