ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মা সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নীলফামারীতে মা সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে নীলফামারীতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিকেলে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।



সচেতন নাগরিক কমিটি(সনাক)নীলফামারীর সহযোগিতায় ও বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটি(এসএমসি) সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান। সেখানে সনাক সহ-সভাপতি নাসিমা বেগম, সদস্য আকতারুল আলম রাজু, নুরুন্নবী শাহ, মিজানুর রহমান লিটু, আজমা আহসান ও জাহানার রহমান ডেউজী প্রমুখ।

সমাবেশ শেষে সনাকের পক্ষ থেকে শ্রেণিভিত্তিক ৩ জন করে মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।