জাতীয় সংসদ ভবন থেকে: প্রধান বিচারপতি একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। তাই তো তার ওই ধরনের কথা বলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী।
প্রসঙ্গত প্রধান বিচারপতি এসকে সিনহা এক অনুষ্ঠানে বলেছেন, অবসরের পর কোনো বিচারপতি রায় লিখতে পারেন না। এটি অসাংবিধানিক। যদি লেখেন সেটি অবৈধ। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহল আলোচনায় মুখরিত হয়ে ওঠে।
আবদুল মতিন খসরু বলেন, প্রধান বিচারপতি একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্টকে বিতর্কিত করা কিংবা কথা বলাও ঠিক হয়নি। কিন্তু তিনি বারবার এটি নিয়ে বললেন।
‘উনি (প্রধান বিচারপতি) হবিগঞ্জ গিয়েও একই কথা বলেছেন। যা ঠিক না। তিনি তো আমাদের আস্থার প্রতীক’।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/আইএ