নাটোর: গত চার বছর ধরে নাটোর জজ আদালতে দেওয়ানি মামলার রায় না দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়ে মামলাজট অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোরের নবাগত জেলা জজ মো. রেজাউল করিম।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে নাটোর আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা সভায় বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
রেজাউল করিম বলেন, নাটোরে যোগদান করে শুনেছি এই আদালতে গত চার বছর ধরে সিভিল (দেওয়ানি) মামলার রায় হয়নি। অথচ গত তিন দিনে আমি চারটি ফৌজদারি ও ৩/৪টি দেওয়ানি মামলার রায় দিয়েছি।
তিনি আরো বলেন, বিচারপ্রার্থীরা এখানে এসে যেন হতাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনজীবীদেরও বেঞ্চকে সহযোগিতা করতে হবে। তাহলেই মামলার জট কমবে।
নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল গফুর মিয়া, পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
জেলা জজ রেজাউল করিম গত ২৪ জানুয়ারি নাটোরে যোগদান করেন। এরআগে তিনি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর