ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীর পেছনে সময় নষ্ট করেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নারীর পেছনে সময় নষ্ট করেছেন

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে আবারও হাসির খোরাক জোগালেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়নের প্রশংসা করেন হাজী সেলিম।



তিনি বলেন, দেশ চালান নারী, সংসার চালান নারী, পুলিশের প্যারেডে নেতৃত্ব দেয় নারী, আজ সবখানে নারীদের জয় জয়কার। নারীদের প্রশংসা করতে করতে তার নির্ধারিত ১২ মিনিট সময় শেষ হয়ে যায়।

এ সময় সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার অ্যাডভকেট মো. ফজলে রাব্বী মিয়া রসিকতা করে বলেন, সংসদ সদস্য আপনি নারীর পেছনে সময় নষ্ট করেছেন, আমি কি আপনাকে সময় বাড়াতে পারি। না আমি আপনার সময় বাড়াতে পারবো না। তবে যদি ‘ঢাকাইয়া ভাষায়’ বলেন তাহলে দুই মিনিট বলতে পারেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে ওঠেন।

এরপর সময় নিয়ে ১/১১ সরকারের সমালোচনা করেন হাজী সেলিম। তিনি বলেন, তখন আওয়ামী লীগের অনেক নেতাই রেহাই পাননি। কি নির্যাতন করা হয়েছে। এ কথা বলতেই শেষ হয়ে যায় হাজী সেলিমের দুই মিনিট।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।