নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে শিশু এবং দুই যুবলীগকর্মীসহ তিনজনকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পদিপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ওই গ্রামের দীন ইসলামের ছেলে মো. হাসান (১১), আব্দুর রশিদের ছেলে স্থানীয় ব্যবসায়ী ও যুবলীগকর্মী বেলাল হোসেন (২৪), একই এলাকার যুবলীগকর্মী সুমন (২২)।
স্থানীয়রা বাংলানিউজকের জানান, রাতে বেলালের দোকানে বসে সুমনসহ কয়েকজন কথা বলছিলেন। এসময় ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে তাদের উপর অর্তকিত হামলা চালায়।
এসময় তারা বেলাল ও সুমনকে ধাওয়া করে পিছন থেকে গুলি ছুড়লে শিশু হাসান, বেলাল ও সুমন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় সুমন ও বেলাল স্থানীয় মসজিদের গেটের সামনে গিয়ে পড়ে গেলে মুখোশধারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
এরপর দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসান ও বেলালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সুমনকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, স্থানীয়রা এখনও তা জানাতে পারেননি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন জানান, হাসান ও বেলাল নামের দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস