ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সিরাজগঞ্জে ধাক্কাধাক্কিতে ছাদ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে বাড়ির ছাদ থেকে পড়ে গোলাম মোস্তফা স্বপন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার হোসেনপুর মোল্লাবাড়ি মহল্লা উপজেলা পরিষদ ভবনের দক্ষিণে এ ঘটনা ঘটে।



নিহত গোলাম মোস্তফা স্বপন ওই মহল্লার আব্দুর রহমানের ছেলে ও প্রাক্তন সেনাসদস্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে হিটার চালানোর অভিযোগে পিডিবি কর্মকর্তারা স্বপনের বাড়িতে অভিযান চালান। এসময় স্বপন তার পরিবারের লোকজন নিয়ে বাধা দিলে পিডিবি কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। ছাদে ধস্তাধস্তির এক পর্যায়ে স্বপন ছাদ থেকে পড়ে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মৃত স্বপনের ভাতিজা রাসেল মাহমুদ জানান, পিডিবি’র লোকজন বাসার মিটার চেক করতে মই বেয়ে একতলা ভবনের ছাদে উঠে লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এতে বাড়ির ভেতরে থাকা মেয়েরা ভয় পেয়ে যায়। পরে আমার চাচাসহ বেশ কয়েকজন তাদের ছাদে ওঠার কারণ জিজ্ঞাসা করেন। এসময় তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বাড়ির লোকজনের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছাদ থেকে পড়ে আমার চাচা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের লোকজনকে মারধোর করে আটকে রাখে।  

এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আবাসিক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, ওই বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে আমাদের লোকজন সেখানে অভিযান চালায়। এসময় বাড়ির লোকজন আমাদের কর্মকর্তাদের ভিতরে ঢুকতে বাধা দেন। পরে স্থানীয় লোকজন ডেকে এনে আমাদের লোকজনকে ঘিরে ফেলে ও মারধোর করে। এক পর্যায়ে তারা পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলী আল মোস্তাহিদ, মেহবুব মোস্তফা ও লাইন হেলপার সৈয়দ নবী আজাদকে মারধোর করে। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। স্থানীয়রা আমাকেও অবরুদ্ধ  করে। পরে পুলিশকে জানালে তারা আমাদের উদ্ধার করেন। এরই কোনো একসময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন।

নিহত স্বপন ছাদে ওঠেননি বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।