ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আলতাফ মাহমুদের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোকসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, জানুয়ারি ২৭, ২০১৬
আলতাফ মাহমুদের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসক্লাবের উদ্যোগে সফিউদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



মুন্সীগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ এ শোকসভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব ভবতোষ চৌধুরী নুপুর, সিনিয়র সাংবাদিক শেখ আলী আকবর, মামুনুর রশীদ খোকা, আবু সাঈদ সোহান, মো. মাহাবুবুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, গোলজার হোসেন, জাহাঙ্গির হোসেন আকাশ, আনোয়ার হোসেন আনু ও শিহাবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মঈনউদ্দিন সুমন, সামছুল হুদা হিটু, নাদিম মাহমুদ, জুয়েল রানা, হাসান জুয়েল, মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।