ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাভার(ঢাকা): সাভারের ব্যাংক কলোনি এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে প্রবাসী স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছেন।



মঙ্গলবার (২৬ জান‍ুয়ারি) রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুলতানা বেগম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাচপাই গ্রামের ফরহাদ হোসনের মেয়ে। তিনি বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার রাইসা বিউটি পার্লারে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আজিজুর রহমানের ভাড়া বাসা থেকে সুলতানা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছেন। ঘরে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় সুলতানার মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাইরে থেকে ঘরের দরজায় তালাবদ্ধ ছিলো। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নিহতের স্বামীর নাম আমির হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। তিনি বরিশালের হিজলা কাজিরহাট এলাকার মেছের আলীর ছেলে।

স্বামী আমির হোসেনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।