ঢাকা: নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে মৃত ভোটার কর্তন নিয়ে 'অসহায়' হয়ে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে ঢাকাতে কারো সহায়তা পাচ্ছে না সংস্থাটি।
সূত্র জানিয়েছে, ২০১৫ সালের নভেম্বর মাসে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের সঙ্গে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মৃত ভোটার কর্তনের জন্য সহায়তা চান। কিন্তু তারা কোনো সহায়তা করছে না।
জানা গেছে, মৃত ভোটার কর্তনের ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সহায়তা নেয় নির্বাচন কমিশন। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতেই ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন করা হয়। এলক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকেই সহায়তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিলো ওই দুই সিটিকে। যারা তাদের কাউন্সিলরদের মাধ্যমে প্রতি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে মৃত্যু নিবন্ধন কাজে সহায়তা করবে।
কিন্তু ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এ নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে সহায়তা করছে না। সম্প্রতি এ নিয়ে নির্বাচন কমিশনকে ডিসিসি’র দুই অংশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমান তার অভিযোগপত্রে উল্লেখ করেন, সারাদেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে অবস্থিত দূতাবাসের কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন করলেও ঢাকার দুই সিটির কর্মকর্তারা তা করছেন না।
এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্ভুল ভোটার তালিকা একটি জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ। বারবার আমরা সবার সহযোগিতা চেয়েছি। কিন্তু কেউ তা শুনছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি বড়বড় কর্মকর্তারাও সঠিক তথ্য দিচ্ছেন না। ইসি নিয়োজিত কর্মকর্তারা বাড়িবাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা গা করছেন না।
এদিকে ২০১৫ সালের ভোটার নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার নিবন্ধন কার্যক্রম এখনো শেষ হয়নি। আগামী ২৭ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এ সময়ও মৃত ভোটারের নাম সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সিরাজুল ইসলাম বলেন, সারাদেশের মৃত ভোটার কর্তনের হার ভালো। কিন্তু ঢাকাতেই যত সমস্যা। এজন্য সবারই এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।
বর্তমানে দেশে ৯ কোটি ৬০ লাখ ভোটার রয়েছে। এ বছর তা দশ কোটি ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ইইউডি/জেডএম