ফরিদপুর: মাস হিস্টোরিয়া রোগের আতঙ্কে ফরিদপুরে স্থানীয় বিদ্যালয়গুলোর ক্লাসে ফেরেনি শিক্ষার্থীরা। অজানা আতঙ্ক তাদের মনে বাসা বেধেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমিতে গিয়ে দু’টি শাখার প্রায় দুইশ’ মেয়ের মধ্যে মাত্র ১০/১২ জন এসেছে ক্লাস করতে দেখা যায়। যেখানে দেড় শতাধিক ছাত্রী নিয়মিত ক্লাস করতো।
গত ১৭ ও ১৮ জানুয়ারি শিবরামপুর আরডি একাডেমির ৫৬ শিক্ষার্থী এবং ২১ জানুয়ারি পার্শ্ববর্তী খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দু’দিন চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বিদ্যালয়ে আসছে না তারা।
এদিকে, বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন তিন সদস্যের টিম গঠন করে। তদন্ত টিমের সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহিন জানান, প্রাথমিকভাবে রোগের কোনো কারণ অনুসন্ধান করা যায়নি। পরে সদর উপজেলার ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় দুই দিন বন্ধ রাখার পর খুলে দেওয়া হয়েছে।
অভিভাবক প্রতাপ চন্দ্র জানান, হঠাৎ দুই-তিন দিনে শতাধিক মেয়ে অসুস্থ হয়ে পড়ায় সবার মনে ভয় ঢুকেছে। কয়েকটা দিন বাড়িতে থেকে পুরোপুরি সুস্থ হয়ে সবাই বিদ্যালয়ে ফিরবে।
শিবরামপুর আরডি একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলে আমরা আশা করছি।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টিআই