চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মাঠ থেকে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে ওই গ্রামের একটি খালের মধ্য থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বুধবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে রবিউলের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রবিউলের বড় ভাই তোফাজ্জেল হোসেনের অভিযোগ, মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে সাদা পুলিশের একটি দল ভালাইপুর বাজার থেকে রবিউলকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একদিন পরে ওই এলাকা থেকে তার মরদেহ পাওয়া গেলো।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, রবিউল ছিলেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা। হত্যাসহ কয়েকটি মামলায় জেল খেটে সম্প্রতি তিনি কারামুক্ত হন। বর্তমানে তিনি আবারো চাঁদাবাজিসহ ভেঙে পড়া দলকে পুনর্গঠন করার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় হত্যা, চাঁদাবাজি ও বোমা হামলাসহ ১২টি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, রবিউল নামে কাউকে পুলিশ মঙ্গলবার আটক বা গ্রেফতার করেনি। তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তিনি খুন হতে পারেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ