ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুন পোহাতে গিয়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আগুন পোহাতে গিয়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে ইকরামুল হক (৪০) নামে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) ভোরে খিলক্ষেত এলাকার ৩শ’ ফিট রাস্তার পাশে এ ঘটনা ঘটে।



ওই এলাকায় অস্ট্রেলিয়ার অর্থায়নে নির্মাণাধীন একটি স্কুলের নিরাপত্তারক্ষী হিসেবে তিনি কাজ করছিলেন। মৃত ইকরামুল কুড়িগ্রাম জেলার কাজীর হাট এলাকার বশির উদ্দিনের ছেলে।
 
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত মধ্যরাতে ডিউটি করার সময় শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলন ইকরামুল। আগুন পোহাতের গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। কোনো এক সময় তার গায়ে থাকা কাপড়ে আগুন লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।