ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘দেশে নারী জাগরণের উপযুক্ত সময় এসেছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জানুয়ারি ২৭, ২০১৬
‘দেশে নারী জাগরণের উপযুক্ত সময় এসেছে’ ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে নারী জাগরণের উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেছেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার নারী।

এই সুযোগকে কাজে লাগাতে হবে। শুধু সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়নই নয়, নারীর সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়ন থাকতে হবে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘স্থানীয় পর্যায়ে সামাজিক নেতৃত্বের বিকাশ ও স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। এ সংলাপের আয়োজন করে ইয়াং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা)।

কাজী খলিকুজ্জামান বলেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। বিশেষ করে প্রসূতি নারী ও শিশু মৃত্যুর হার কমেছে। মেয়েরা এখন উচ্চ শিক্ষা লাভ করে দেশে-বিদেশে মর্যাদাশীল কর্মে নিযুক্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। এখন আর আমরা পরনির্ভরশীল নই।

সংলাপে সভাপতিত্ব করেন- ইপসা’র নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান।

বক্তব্য রাখেন- ভয়েস অব আমেরিকা বাংলাদেশের ব্যুরো চিফ জহিরুল ইসলাম, সামাজিক বিকাশের সহ-সভাপতি প্রফেসর জাহেদ আহমেদ।  

এতে চট্টগ্রাম ও কক্সবাজারে দারিদ্র্য বিমোচনে কর্মরত ইপসা’র কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।