ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।



আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহিম সৈকত ও  শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তুষারের নেতৃত্বে মিছিলে ১০/১৫ জন ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে আব্দুর রহিম সৈকত বলেন, দেশনেত্রীর বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সমন জারি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শুরু থেকেই ছিল এখনো আছে। কেন্দ্রীয় সব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যাবো।

অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটুক্তি করায় সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। পরবর্তীতে শুনানি শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ওও/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।