ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জানুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মো. ফজলুল বারী মিঠু, তার  স্ত্রী ও শিশু কন্যার মরদেহ বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে তার খামারকান্দির গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাদের মরদেহ দাফন করা হয়।



এর আগে বেলা ৯টার দিকে শহরের নারুলী উত্তরণ প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের প্রথম জানাজ‍া অনুষ্ঠিত হয়।

দুই জানাজাতেই নিহতদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ছাড়াও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

২৫ জানুয়ারি দিনগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ডা. মিঠু, তার স্ত্রী আসমা-উল হুসনা ও তাদের শিশু কন্যা স্নেহার মৃত্যু হয়।
 
পরে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বগুড়া শহরের নারুলীর বাড়িতে তাদের মরদেহ পৌঁছায় বলে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।