আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বিদেশি মালিকানাধীন পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। আর এতে সহায়তা করেছেন কারখানাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী।
বুধবার (২৭ জানুয়ারি) কারখানা কর্তৃপক্ষ এ অভিযোগ তুলে।
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া দুর্ঘাপুর এলাকার দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন হেসং কোরিয়া সোয়েটার কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের অভিযোগ, ওইদিন রাতে কারখানায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তা কর্মী রাকিব, রাজ্জাক ও পনির। রাতে রাকিবকে কারখানায় দায়িত্বে রেখে রাজ্জাক ও পনির রাতের খাবার খেতে যান। এ সময় রাকিবের সহায়তায় ওই এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ৮ থেকে ১০ সদসস্যের ডাকাত দল কারখানার ভিতরে প্রবেশ করে লুকিয়ে থাকে।
পরে রাজ্জাক ও পনির রাতের খাবার খেয়ে ফিরে আসেন। এ সময় রাকিব ও ডাকাত দলের সদস্যরা মিলে রাজ্জাক ও পনিরের হাত-পা বেঁধে একটি রুমের মধ্যে আটকে রাখেন। পরে ডাকাতরা অন্য একটি রুমের তালা ভেঙে মজুত রাখা প্রায় ১৮’শ কেজি সূতা ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এদিকে, সকালে কারখানার অন্য নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে পাঠান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া সূতা উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/টিআই