ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেপুটি স্পিকারের মায়ের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ডেপুটি স্পিকারের মায়ের ইন্তেকাল ছবি : প্রতীকী

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মা বেগম হামিদুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে গাইবান্ধার নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এবং হুইপ গভীর শোক জানিয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
 
এক শোকবার্তায় স্পিকার বলেন, বেগম হামিদুন্নেসার মৃত্যুতে দেশ একজন রত্নগর্ভা মমতাময়ী মাতাকে হারালো।
 
এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডেপুটি স্পিকারের মার মৃত্যুতে শোক জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।