ঢাকা: দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী কমিটি করার দাবি জানিয়েছে কর্মজীবী নারী নামে একটি সংগঠন।
বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংসদ সদস্য ও নারীনেত্রী শিরিন আক্তার বলেন, ফেনীর ফুলগাজীর এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণ ও ধর্ষণের পর প্রশাসন উদ্যোগ নিলেও সমাজ ছাত্রীটিকে গ্রহণ করতে চায়নি। আমরা নারীনেত্রী ও ভিকটিমের সহপাঠীরা এর বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রশাসন ধর্ষককে গ্রেফতার করেছে। কিন্তু কিছুদিন পরই দেখা যাবে আসামি বের হয়ে আসছে।
তিনি বলেন, শুধু সেই ছাত্রী নয়, সারাদেশে স্কুল ও কলেজ ছাত্রী, এমনকি শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তা বন্ধ বা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আর ধর্ষণকারীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি উম্মে হাসান সালমাসহ অন্য নারী নেত্রীরা বক্তব্য রাখেন। বক্তারা ধর্ষণের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সোচ্চার, ভিকটিমের পাশে দাঁড়ানো ও ফুলগাজীর সেই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
একই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে স্মারকলিপি দিতে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী কমিটি করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এসজেএ/আরএইচএস/টিআই