মেহেরপুর: সঠিক সময়ে বিদ্যালয়ে না আসা ও ঠিকমতো পাঠদান না করানোর অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রামবাসী।
বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রামের বিক্ষুব্ধ লোকজন স্কুলে তালা ঝুলিয়ে দেয়।
গ্রামবাসী শিপন, মনিরুল ও মারফত জানান, বিদ্যালয়ে তিনজন শিক্ষক রয়েছেন। কিন্তু তারা কখনোই ঠিকমতো স্কুলে আসেন না। বুধবার বেলা ১১টা পর্যন্ত কোনো শিক্ষক না আসায় তারা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানকে মোবাইল ফোনে তা জানিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান ও গ্রামবাসীদের অনুরোধ করে তালা খুলে দেন।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সেখানে সহকারী শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। তার প্রতিবেদন পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর/