ঢাকা: স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ আয়োজিত জ্বালানি তেলের মূল্য কমানো ও গ্যাসের তীব্র সংকট সমাধানের দাবিতে মানববন্ধনে নীলু এ কথা বলেন।
তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস থাকার পরও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। যা সরকারের কাছে কাম্য নয়।
সাধারণ মানুষের জ্বালানি সংকট তৈরি করে কিছু কিছু কোম্পানিকে অতি মুনাফার সুযোগ করে দিতে চায় সরকার বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এসজেএ/আইএ