ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করারও আহ্বান জানিয়েছেন তিনি।


 
বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ আয়োজিত জ্বালানি তেলের মূল্য কমানো ও গ্যাসের তীব্র সংকট সমাধানের দাবিতে মানববন্ধনে নীলু এ কথা বলেন।
 
তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস থাকার পরও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। যা সরকারের কাছে কাম্য নয়।
 
সাধারণ মানুষের জ্বালানি সংকট তৈরি করে কিছু কিছু কোম্পানিকে অতি মুনাফার সুযোগ করে দিতে চায় সরকার বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।