ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সাড়ে ৫ মাস পর ২ স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
মাদারীপুরে সাড়ে ৫ মাস পর ২ স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 মাদারীপুর: মাদারীপুরের মস্তফাপুরে চাঞ্চল্যকর দুই স্কুলছাত্রীর মরদেহ পুনঃরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদোজ্জা শুভ’র উপস্থিতিতে মরদেহ দু’টো উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদোজ্জা শুভ জানান, গত বছরের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রী সুমাইয়া আক্তার (১৪) ও হ্যাপী আক্তারকে (১৪) অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন নিহতের পরিবারের কাছে সন্তোষজনক না হওয়ায় হাইকোর্টে রুল রাজি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি হাইকোর্টের ক্রিমিনাল এপির বিচারক এম এনায়েতুর রহিম ও বিচারক আমির হোসাইনের দ্বৈত বেঞ্চ মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ ঘটনায় গত বছরের ১৪ আগস্ট নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার সদর থানায় একটি হত্যা মামলা ও ১৩ সেপ্টেম্বর হ্যাপীর মা মুক্তা বেগম বাদী হয়ে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে রানা নার্গাসীকে প্রধান আসামিসহ আটজনের নাম উল্লেখ করে ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে রানা ব্যতীত রকিব, শিপন ও রফিকুল সাম্প্রতি জামিনে বেড়িয়ে আসে। বাকি আসামিরা এখনো পলাতক। বর্তমানে মামলা দু’টি সিআইডির হাতে তদন্তাধীন থাকলেও দীর্ঘ সাড়ে ৫ মাসে চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।