জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের রাজনীতির একটাই লক্ষ্য, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। সততাই শক্তি, সততাই সাহস।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য না। ছেলে-মেয়েদের বলেছি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, কারণ সেটাই একমাত্র সম্পদ। ছেলে-মেয়েদের কী হবে, আমার কী হবে সেটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য- দেশের মানুষের জন্য কী দিয়ে গেলাম। তাই দেশের মানুষই আমার শক্তি, দেশের মানুষই আমার সাহস।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএম/এমজেএফ