ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ২৬৬ লিটার চোলাই মদসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
খাগড়াছড়িতে ২৬৬ লিটার চোলাই মদসহ আটক ২ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কলা ও আদা বোঝাই একটি পিকআপ ভ্যান থেকে ২৬৬ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রবি রঞ্জন চাকমার ছেলে সুপন চাকমা (২৫) ও একই উপজেলার বদিউজ্জামানের ছেলে মো. আজিম উদ্দিন (২৬)।

খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির উপরের অংশে কলার কাঁদি ও নিচে‌‌ আদার বস্তা রাখাছিল। পরে আদার বস্তার ভেতরে কৌশলে রাখা ২৬৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় গাড়ি চালক আজিম ও মাদক ব্যবসায়ী সুপনকে।

তিনি আরো জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৬৬ লিটার চোলাই মদ চট্টগ্রামের ফ্রি পোর্ট এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন চোলাই মদ ব্যবসায়ী সুপন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।