ময়মনসিংহ: ময়মনসিংহের ৯ পৌরসভার নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠান। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সারিবদ্ধভাবে বসেছেন মেয়র ও কাউন্সিলররা।
সব লেখা ঠিকঠাক থাকলেও শেষ বাক্যেই বড় ভুল। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নামের আগের লাইন ‘আমার তত্ত্বাবধানে ও উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয়। ’ এ ভুল সবার দৃষ্টি এড়িয়ে গেলেও ধরা পড়লো বিভাগীয় কমিশনারের চোখেই। পরিচিতি পর্ব চলাকালেই দ্রুত সংশোধন করে আনা হলো।
ভুল লাইনের পরিবর্তে সংশোধিত লাইন হলো ‘আমার কর্তৃক শপথ বাক্য পাঠ করানো হয়। ’ অতঃপর শুরু হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নিলেন ময়মনসিংহের ৯ পৌরসভার নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।
অবশ্য শপথ গ্রহণ অনুষ্ঠানেই স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম রিপন এজন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, ‘শপথ বাক্যে একটি শব্দের ত্রুটি রয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করছি। ’ মূলত তার এ ঘোষণার সূত্র ধরেই বিষয়টি সবার দৃষ্টিতে আসে।
লিখিত শপথে ভুলের বিষয়ে জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, একটি শব্দ ভুল ছিল। পরে আবার সংশোধন করে নতুন করে পেপার দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, বর্ডার গার্ড বাংলাদেশের ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশিদ।
অনুষ্ঠানে শপথ নেন ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র মো. গোলাম কিবরিয়া, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ও ভালুকা পৌরসভার মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম।
শপথ অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন মেয়রদের নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, মেয়ররা জনগণ ও সরকারের দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। আপনারা বিরাগ-অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবেন না। আপনারা সবার মেয়র। যারা ভোট দিয়েছে তাদেরও মেয়র। যারা ভোট দেয়নি তাদেরও মেয়র।
জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, পৌরসভার রয়েছে ২’শ বছরের ইতিহাস। জনগণ তাদের জন্যই আপনাদের নির্বাচিত করেছে। আপনারা মানুষের কাছে থাকুন। পাশে থাকবেন এ প্রত্যাশা আমাদের।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, এলাকার মানুষ আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দেবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বনির্ভর বাংলাদেশ গড়তে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছেন।
শপথ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গোটা অনুষ্ঠানস্থলে হাসির রোল ফেলে দেন ফুলপুর পৌরসভার কাউন্সিলর বেগম ফেরদৌসি। তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রথমেই জেলা প্রশাসকের নাম ভুলে যান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে জিজ্ঞাসা করেন, ‘ডিসি স্যারের নাম কী’?
নিজের এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি ডিসি স্যারের কাছ থেকে অনেকবার পুরস্কার নিয়েছি। কিন্তু এখন তার নাম মনে নাই। ’ এ কথা বলার পরপরই সবাই হেসে ওঠেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এইচএ/