ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রবি’র শুল্ক দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
রবি’র শুল্ক দিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় উন্নয়নে দীর্ঘস্থায়ী সহযোগী হিসেবে ঢাকা ও চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আরও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান দৃঢ় সম্পর্ককে ধরে রাখার প্রত্যয় জানিয়েছে উভয় প্রতিষ্ঠান।


 
ডিজটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল কাস্টমস, প্রগ্রেসিভ এনগেজমেন্ট’ শ্লোগানটি রবি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
 
সম্প্রতি এ শুল্ক দিবস পালন করা হয় জানিয়ে বুধবার (২৭ জানুয়ারি) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা কাস্টমস হাউজে যুগ্ম-কমিশনার মো. জাকির হোসেন, আশরাফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবি’র পক্ষে ছিলেন এসসিএম’র জিএম ফাহাদ মাহমুদ, ম্যানেজার শফিকুল ইসলাম ও স্পেশালিস্ট আরিফুর রহমান।
 
অন্যদিকে চট্টগ্রামে কাস্টমস হাউজের কমিশনার অব কাস্টমস হোসেন আহমেদসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রবি’র এসসিএম’র ম্যানেজার জিয়াউল করিম চৌধুরী ও স্পেশালিস্ট আশরাফুজ্জামান সরকার।
 
দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য ৠালি, সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টারিং, হ্যান্ডবিল বিতরণ ও গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এনবিআর।  
 
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমআইএএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।