ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আখাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল এ আদালত পরিচালনা করেন।



মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখায় মোগড়া বাজারের বিসমিল্লাহ বেকারির মালিক আবু তাহেরকে ২০ হাজার টাকা, একই কারণে অপর বেকারি মালিক রমজান মিয়াকে তিন হাজার টাকা ও শাহীনুর ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।