ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীর পদ্মায় ডুবে নারী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জানুয়ারি ২৭, ২০১৬
রাজশাহীর পদ্মায় ডুবে নারী নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পূর্ণিমা রানী (৪৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পূর্ণিমা শ্রীরামপুর এলাকার সুরেশ শীলের মেয়ে।

রাজশাহী সদর দমকল বাহিনীর উদ্ধার কর্মীদের ধারণা, নদীতেই তার সলিল সমাধি হয়েছে। রাত হয়ে যাওয়ায় তারা উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করেছেন।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বেলা ৩টার দিকে পূর্ণিমা রাণী নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে মৃগীরোগে আক্রান্ত হলে তিনি পানিতে ডুবে যান। এরপর তাকে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। পরে তারা সেখানে গিয়ে উদ্ধার কাজ চালায়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।