ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দিনাজপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি ৠালি বের করা হয়।



ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে আসার পর মেলার উদ্বোধন করা হয়।

মেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. অমেলুন্দ বিশ্বাস, দিনাজপুর সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আখতারা পারভিন।

ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ।

মেলায় দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি ডিজিটাল স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।