সাতক্ষীরা: সাতক্ষীরায় ছোট পরিবার ধারণার উন্মেষ ও নবজাতকের যত্ন নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশান আরা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মুজিবুর রহমান ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন- সাংবাদিক ড. দিলীপ কুমার দেব, ইয়ারব হোসেন ও শেখ মাসুদ হোসেন প্রমুখ।
কর্মশালায় ছোট পরিবার ধারণা উন্মেষ, পুষ্টি, এএনসি নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন ধারণা দেওয়া হয়।
একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখতে লেখনীর মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি/