ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিক্রির অভিযোগে রঞ্জু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সাজার আদেশপ্রাপ্ত রঞ্জু উপজেলার কাশিয়াহাটা গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রঞ্জু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। বুধবার রাত ১০টার দিকে ধুনটের মথুরাপুর বাজার এলাকায় মাদক বিক্রি করছিলেন রঞ্জু। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছে আড়াই’শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে রঞ্জুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই