ঢাকা: সংখ্যালঘু ভিকটিমের ন্যয় বিচার, বৈষম্য নিরসন এবং অমর্যাদা অবসানে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে করে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের পক্ষে সাংবাদিক শাহরিয়ার কবির, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মুনতাসির মানুমসহ অন্য নেতারা আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে তাদের ১২ দফা দাবি তুলে ধরেন।
সম্প্রদায়িক নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ দাবি করে ঘাতক দালাল নির্মূল কমিটি সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দেন আইনমন্ত্রীর কাছে। নির্যাতিতদের ন্যয় বিচার নিশ্চিত করতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
লিখিত আবেদনে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরণের বৈষম্য ও নিপীড়নের অবসান ঘটাতে এবং ধর্ম-বর্ণসহ সব মানুষের অধিকার নিশ্চিত করতে সংখ্যালঘু কমিশন গঠন করতে আইন প্রণয়ন করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান জানানো হয়।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার কবির বলেন, আমরা সংখ্যালঘু কমিশন গঠন, সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। মন্ত্রী আমাদের প্রস্তাকে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
এসএমএ/বিএস