রাজশাহী: সকালে প্রিয় ক্যাম্পাসে উপস্থিত হয়েও মিটিংয়ে যাওয়া হলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসার ড. আবু নাসের (৬২)।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পরিসংখ্যান বিভাগের নির্ধারিত মিটিং ছিলো।
এরপরে সহকর্মী ও শিক্ষার্থীরা মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততোক্ষণে তিনি প্রিয় ক্যাম্পাস, শিক্ষার্থী ও সহকর্মীদের ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
পরিসংখ্যান বিভাগের প্রফেসার ড. রেজাউল করিম জানান, সিডিউল অনুযায়ী বৃহস্পতিবার প্রফেসার আবু নাসেরের কোনো ক্লাস ছিলো না। তাই তিনি সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পরিসংখ্যান বিভাগের একটি নির্ধারিত মিটিং ছিলো।
প্রফেসার ড. আবু নাসের নিজের চেম্বার থেকে বের হয়ে রুমের দরজায় তালা লাগাচ্ছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য। এসময় তিনি হঠাৎ করে পড়ে যান।
প্রফেসর আবু নাসের ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি খুলনার বাগেরহাট জেলায়। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/বিএস