ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিগারেটের মোড়কের সচিত্র সতর্কতা তিনমাস অন্তর পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সিগারেটের মোড়কের সচিত্র সতর্কতা তিনমাস অন্তর পরিবর্তন ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৯ মার্চ থেকে দেশের সকল তামাকজাত পণ্যের মোড়কে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের পাশাপাশি তিন মাস পর পর মোড়কের সচিত্র পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল কুদ্দুস।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি।

মো. রুহুল কুদ্দুস জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

‘টোব্যাকো প্যাক সার্ভিলেন্স সিস্টেম টিপ্যাকএসেস: বাংলাদেশ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কীকরণ বার্তার উপস্থিতি’ শীর্ষক সংবাদ সন্মেলনের আয়োজন করে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন (বিসিসিপি) এবং প্রজ্ঞা।

মো. রুহুল কুদ্দুস বলেন, যেকোনো দেশের সিগারেট কোম্পানি বাংলাদেশের বাজারে তার পণ্য বাজারজাত করতে চায়, তাহলে অবশ্যই দেশের আইন মানতে হবে।

আর টোব্যাকো আইন কেউ অমান্য করলে দুই লাখ টাকা অর্থদণ্ড ও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। যতোবার এই আইন অমান্য করবে ততো দ্বিগুণ সাজা বাড়বে।

ধূমপান জাতীয় পণ্যের জন্য পাঁচ ধরনের সচিত্র সতর্কীকরণ বার্তা এবং তামাকজাত পণ্যের জন্য দুই ধরনের সতর্কীকরণ বার্তা ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনের (বিসিসিপি) গবেষণায় জানানো হয়, বাংলাদেশে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শহর থেকে মোট ১৯১টি সিগারেট প্যাকেট সংগ্রহ  করা হয়। সংগৃহীত ওই সকল প্যাকেটের ৫৬টিতে অর্থাৎ ২৯ শতাংশ প্যাকেটে তামাক নিয়ন্ত্রণ আইনে বর্ণিত সতর্কবার্তা দেখা গেছে।

গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী বিদ্যালয়গামী ছেলে-মেয়েদের ৬ দশমিক ৯ শতাংশ তামাক ব্যবহার করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর ৫৭ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যান। এছাড়া পঙ্গুত্ব বরণ করেন তিন লাখ ৮২ হাজার মানুষ।

বিসিসিপি'র টিম লিডার ড. নজরুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড লাং ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি শফিকুল ইসলাম, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডা. সৈয়দ মাহফুজুল হক, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের, হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ড. জোয়ানা কোহেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।