ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাবি অধ্যাপক ড. মোহাম্মদ নাসের আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
রাবি অধ্যাপক ড. মোহাম্মদ নাসের আর নেই অধ্যাপক ড. মোহাম্মদ নাসের

বাগেরহাট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে প্রবেশের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ডা. মোহাম্মদ নাসের সিপিবি’র রাজশাহী জেলা কমিটির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সামছুদ্দিন ও রত্নগর্ভা রেশাতুন নাহারের ষষ্ঠ সন্তান মোহাম্মদ নাসের জেলার সামছউদ্দিন-নাহার ট্রাস্টের সভাপতি।

রাবি অধ্যাপক ড. মোহাম্মদ নাসের একুশে পদক প্রাপ্ত কবি মোহাম্মদ রফিকের ছোট ভাই। মৃত্যকালে তিনি এক মেয়ে, স্ত্রী পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামছউদ্দিন-নাহার (এসএন) ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জী বাংলানিউজকে জানান, সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দু’টি নামাজে জানাজা শেষে বিকেলে তার ছাত্ররা মরদেহ নিয়ে বাগেরহাটে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুরের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতন প্রাঙ্গণে মরহুমের তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

১৯৫৮ সালের ২৬ ফেব্রুয়ারি বৈটপুর চিতলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

তার মৃত্যুতে বাগেরহাট জেলা সিপিবি, উদ্দীপন-বদর-শামছু বিদ্যানিকেতন, এসএন ট্রাস্টসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।