ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অপহরণকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
চুয়াডাঙ্গায় অপহরণকালে আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দিনে দুপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণের সময় তিন অপহরণকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করে উত্তেজিত জনতা।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহমিদা (১৮) তার বান্ধবীদের সঙ্গে কলেজ শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের সামনে তিন যুবক ওই শিক্ষার্থীকে জোর করে মাইক্রোবাসে তুলে পালানোর চেষ্টা করে।

এ সময় ফাহমিদা চিৎকার করলে উপস্থিত জনতা মাইক্রোবাসটি আটক করে তিন অপহরণকারীকে গণপিটুনী দেয়।

পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ‍তিন যুবককে  আটক করে।

এরা হলো-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আশরাফুর রহমানের ছেলে আশিক আহম্মেদ কলিন্স (২০), আব্দুস সামাদের ছেলে আরিফ আহম্মেদ বিল্পব (২২) ও একই উপজেলার কেশবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ফাহিম (২০)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক কলিন্স দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে আসছিলেন।   ফাহমিদা তার প্রেমে সাড়া না দেওয়ায় ওই যুবকরা তাকে অপহরণের চেষ্টা চালায়।   এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।